নিছকই ছাত্র সংসদের নির্বাচন হলেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফলাফলের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলের। মূলত ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান ও কলা বিভাগে পৃথক ছাত্র সংসদ নির্বাচন হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তিন বছর আগে শেষবার ছাত্র সংসদ নির্বাচনে যে সংসদ যাদের দখলে ছিল, এবারও তাই রয়েছে।
তবে পূর্ণাঙ্গ ফলাফলে বেশকিছুটা বৈচিত্র লক্ষ্য করা গিয়েছে। যেমন এবারই প্রথম ছাত্র সংসদ নির্বাচনে সিংহভাগ আসনে প্রার্থী দিয়েছিলি সঙ্ঘের ছাত্র সংগঠন ABVP, এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে তারা SFI-কে টেক্কা দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এই বিভাগে যথারীতি দাপটের সঙ্গে ছাত্র সংসদ দখলে রেখেছে অরাজনৈতিক ও স্বাধীন ছাত্র সংগঠন DSF (ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ফোরাম)।
আবার বিজ্ঞান বিভাগের ছাত্র সংসদ নির্বাচনে একচেটিয়া জয়লাভ করেছে অরাজনৈতিক ও স্বাধীন ছাত্র সংগঠন WTI (উই দ্য ইন্ডিপেন্ডেন্ট)। আর নিজেদের শক্ত ঘাঁটি কলা বিভাগ দখলে রেখেছে SFI. যদিও কলা বিভাগের অন্তর্গত মাস কমিউনিকেশন-এ ধাক্কা খেয়েছে সিপিএমের ছাত্র সংগঠনটি। এখানে SFI-কে হারিয়ে জয়ী হয়েছে নবাগত আরেক অরাজনৈতিক ও স্বাধীন ছাত্র সংগঠন DSA.
বিজ্ঞান বিভাগ:
চারটি পদেই দাপটের সঙ্গে জয়লাভ করল WTI. অনেক পিছিয়ে দ্বিতীয় SFI.
চেয়ার পার্সেনের (CP)- ৭৯৭ ভোটের ব্যবধানে জয়ী WTI.
সাধারণ সম্পাদক পদে (GS)- ৭৭০ ভোটের ব্যবধানে জয়ী WTI.
সহকারী সাধারণ সম্পাদক (AGS)- ৭০০ ভোটের ব্যবধানে জয়ী WTI.
সহকারী সাধারণ সম্পাদক (ইভিনিং)- ৭৬ ভোটের ব্যবধানে জয়ী উটি.
ইঞ্জিনিয়ারিং বিভাগ:
ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ফোরাম (DSF) ফের দাপটের সঙ্গে
জয়লাভ করেছে এই বিভাগে। তবে তাৎপর্যপূর্ণভাবে SFI-কে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ABVP.
চেয়ার পার্সেনের (CP)- ২৭৯৬ ভোটের ব্যবধানে জয়ী DSF.
সাধারণ সম্পাদক পদে (GS)- ২৭৯৭ ভোটের ব্যবধানে জয়ী DSF.
সহকারী সাধারণ সম্পাদক (AGS, যাদবপুর ক্যাম্পাস)- ২০০০ ভোটের ব্যবধানে জয়ী DSF.
সহকারী সাধারণ সম্পাদক (AGS, সল্টলেক ক্যাম্পাস)- ৪৫৮ ভোটের ব্যবধানে জয়ী DSF.
সহকারী সাধারণ সম্পাদক (ইভিনিং)- ১৪০ ভোটের ব্যবধানে জয়ী DSF.
কলা বিভাগ:
নিজেদের দখলে থাকা কলা বিভাগে ধরে রাখলো SFI. কিছু কিছু পদে তাদের জয়ের ব্যবধানও আগের চেয়ে বেড়েছে। তবে বিক্ষুব্ধ SFI-কে নিয়ে তৈরি নবাগত DSA (ডেমোক্রেটিক স্টুডেন্ট এলাইন্স) কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল সিপিএমের ছাত্র সংগঠনকে। মাসকমের আসনটি ছিনিয়ে নিয়েছে DSA.
চেয়ার পার্সেনের (CP)- ১১৭০ ভোটের ব্যবধানে জয়ী SFI.
সাধারণ সম্পাদক পদে (GS)- ১১৩৭ ভোটের ব্যবধানে জয়ী SFI.
সহকারী সাধারণ সম্পাদক (AGS)- ৯০১ ভোটের ব্যবধানে জয়ী SFI.
সহকারী সাধারণ সম্পাদক (ইভিনিং)- ২৫৪ ভোটের ব্যবধানে জয়ী SFI.





























































































































