পদ্ম প্রতীকে শোভনের নামে পোস্টারে ছয়লাপ, মুখে কুলুপ দিলীপদের!

0
8

পুরসভা নির্বাচনের আগে ফের শিরোনামে কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। বিজেপিতে যোগ দেওয়া এবং অপ্রাসঙ্গিক হয়ে পড়া প্রাক্তন তৃণমূল নেতার নামে হঠাৎই শহরজুড়ে পোস্টারের ছয়লাপ। বিজেপি পদ্মফুল প্রতীকে কারা যেন শোভন চট্টোপাধ্যায়কে মেয়র করার আর্জি জানাচ্ছেন গেরুয়া শিবিরের ম্যানেজারদের। আর এই প্রসঙ্গেই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমার জানা নেই। ফেসবুকে ছবি দেখলাম। সাধারণ কর্মীদের বা মানুষ-এর আহবান এটা। সেটা হলে ভালো। আমাদের সঙ্গে ওনার কথা হয়। তবে এ ব্যাপারে কোনও কথা হয়নি। আর পোস্টার দলগত ভাবে মারার সিদ্ধান্ত হয়নি। ওটা যারা করেছে, তাদের ব্যাপার।”

তাহলে কি শোভনকেই মেয়র প্রজেক্ট করে কলকাতা পুরসভা নির্বাচনে লড়বে বিজেপি? দিলীপ ঘোষ বলেন, “কোনওদিন আমরা এরকম করি না। প্রথমবার আমাদের দলের কাউকেই এভাবে প্রজেক্ট করা হয় না।”

বিজেপি নেতা নেতা সায়ন্তন বসু বলেন, “আমার অন্তত জানা নেই, কারা করেছেন এসব। এর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই”।