পাকিস্তানপন্থী স্লোগান, রাষ্ট্রদ্রোহের মামলা যুবতীর বিরুদ্ধে

0
5

‘সংবিধান বাঁচাও’-র ব্যানারে সিএএ ও এনআরসি-র বিরোধিতায় সভা চলছিল। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসালিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়েসি। হঠাৎই সেই সমাবেশ মঞ্চে এক যুবতী পাকিস্তানপন্থী স্লোগান দিতে শুরু করেন। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। ভারতীয় দণ্ডবিধির ১২৪ (ক)ধারা মামলা করা হয়েছে। কর্ণাটক পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের পর আদালতে হাজির করবে বলে খবর।

বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে সিএএ এবং এনআরসির বিরুদ্ধে এই সমাবেশ শুরু হয়। তাঁর কিছু পড়েই মঞ্চে উঠে ‘পাকিস্তানি জিন্দাবাদ’ বলে ফেটে পড়ে ওই যুবতী। তৎক্ষণাত ওয়েসি এসে তাঁর হাত থেকে মাইক ছিনিয়ে নেয়। মঞ্চ থেকে নামিয়ে আনার চেষ্টাও করা হয়, কিন্তু মঞ্চ থেকে না নেমে তিনি স্লোগান দিতেও থাকে। পুলিশের তৎপরতায় নামিয়ে আনা হয় তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই ভিডিও। মেয়ের এই কাজে ক্ষমা চান তাঁর বাবা। ওয়েসি এই বিষয়ে বলেন,”আমি বা আমার দল কোনওভাবেই তাঁর সঙ্গে যুক্ত নই। আমরা এই কাজের সমালোচনা করছি। আমাদের শত্রুদেশ পাকিস্তানকে সমর্থন করি না। আমরা ভারতকে সুরক্ষিত রাখতে চাই। আমরা সব সময় তাই বলব।’’

আরও পড়ুন- দিল্লি থেকে স্বরাষ্ট্রমন্ত্রকের NPR- সংক্রান্ত চিঠি নবান্নে