গোটা দেশজুড়ে CAA-NRC বিরোধী অন্যতম মুখ বলে পরিচিত তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাঁর সঙ্গে CAA বিরোধী অন্যতম নেত্রীর সঙ্গে সাক্ষাৎ হল তাঁর। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় যে প্রতিবাদ আন্দোলন দেশজুড়ে চলছে, তার অন্যতম মুখ বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন কলকাতায় এসে তাঁর সঙ্গে দেখা করলেন “স্বরাজ অভিযান” দলের সুপ্রিমো যোগেন্দ্র যাদব। আর যোগেন্দ্র যাদবকে পাশে নিয়ে এদিন আরও একবার তৃণমূল নেত্রী ঐক্যবদ্ধ ভারতের শপথ নেওয়ার কথা বলেন।
তাঁর কথায়, “মা-কে ছিন্নভিন্ন করে হবে না। আমাদের আন্তর্জাতিক ভাষা দিবস তখনই ঠিক হবে, যদি ‘ইউনাইটেড ইন্ডিয়া’ ঠিক থাকে”।





























































































































