ইস্ট-ওয়েস্ট মেট্রোর কৃতিত্ব নিয়ে মমতার পোস্টারে ছয়লাপ সল্টলেক চত্বর, শুরু রাজনৈতিক তরজা

0
10

ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম পর্যায়ের উদ্বোধন সবে এক সপ্তাহ হয়েছে। তার মধ্যেই শুরু রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্টার, কৃতিত্ব নিয়ে রাজনৈতিক তরজা চরমে । তৃণমূল দাবি করেছে , প্রকল্পের কৃতিত্ব মমতারই।   প্রকল্পের পরিকল্পনা ও অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্টার দেওয়া হয়েছে। সল্টলেকে চারটি মেট্রো স্টেশনেই পোস্টারে পোস্টারে ছয়লাপ করে দেওয়া হয়েছে । যদিও তৃণমূলের দাবি মানতে চাননি মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁর দাবি, এই প্রকল্প কেন্দ্রের। মুখ্যমন্ত্রীই বরং বারেবারে বাগড়া দিয়েছেন।

করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, সল্টলেক স্টেডিয়ামের এইসব পোস্টারগুলিতে প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানো হয়েছে। বিধাননগর নাগরিকবৃন্দের নামে ওই পোস্টারে প্রকল্পের পরিকল্পনা ও অনুমোদনের কৃতিত্ব দেওয়া হয়েছে মমতাকেই। পোস্টারে লেখা, ‘ ইস্ট-ওয়েস্ট প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ৷ প্রকল্পের ‘পরিকল্পনা’, ‘অনুমোদনের’ জন্য ধন্যবাদ৷’
অন্যদিকে, কেএমআরসিএলের দাবি, প্রকল্প কেন্দ্রের টাকাতেই তৈরি।  তৃণমূলের দাবি, প্রকল্পের কৃতিত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীরই।


উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ ওঠে। যার প্রতিবাদে শাসকদলের নেতা-মন্ত্রীরা অনুষ্ঠানে যাননি। যদিও মেট্রো দাবি করে, প্রথমে কার্ড দিয়ে ও পরে নবান্নে গিয়ে আমন্ত্রণ করা হয়। সেই বিতর্ক মিটতে না মিটতেই এবার কৃতিত্ব নিয়ে রাজনৈতিক তরজা।