করোনা ভাইরাস ঢুকে পড়ল ভারতে! লাদাখের লেহতে একজনের মৃত্যু ও দুজনের অসুস্থতা ঘিরে সেই সম্ভাবনা প্রবলভাবে মাথাচাড়া দিয়েছে। মৃতের দেহে কী করোনা ভাইরাস ছিল? তার পরীক্ষা চলছে। আর লেহর এসএনএম হাসপাতালের সিএমওএইচ জানাচ্ছেন দুই রোগীর অসুস্থতার সঙ্গে করোনার মিল থাকায় তাদের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। এরমধ্যে আবার একজন আইসিইউ আইসোলেশনে রয়েছেন। তাদের প্লাজমা পরীক্ষা হচ্ছে। ফলে আতঙ্ক লেহ জুড়ে। তামিলনাড়ুতে একটি মৃত্যু নিয়ে গত সপ্তাহে আতঙ্ক ছড়ায়। একইভাবে লেহর মৃতকে নিয়ে চরম টেনশন শহরে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.