টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অভিযানে অজিদের বিরুদ্ধে জয়ের দোরগোড়ায় ভারতের মেয়েরা

0
13

আয়োজক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়েই ২০২০ সালের আইসিসি ওমেনস টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অভিযান শুরু করল ভারতের মেয়েরা। প্রথম ম্যাচেই রীতিমতো কঠিন চ্যালেঞ্জের সামনে হরমনপ্রীতের দল। মাত্র ১৩২ রান তুলতে ৪ উইকেট খোয়ায় ভারতের মেয়েরা। শেষ খবর পাওয়া পর্যন্ত জয়ের দোরগোড়ায় পৌঁছিয়ে গিয়েছে ভারতের মেয়েরা।

কয়েকদিন আগে এই অস্ট্রেলিয়ার কাছেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারতে হয়েছিল ভারতীয় মহিলা দলকে। অতীত ভুলে বিশ্বকাপে নতুন করে শুরু করেছেন হ্যারি-স্মৃতিরা। ভারত বনাম অস্ট্রেলিয়া আইসিসি ওমেনস টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচটি হচ্ছে সিডনির শোগ্রাউন্ডে।