বিজেপি শাসিত কর্নাটকে লিঙ্গায়েত সম্প্রদায়ের একটি মঠের প্রধান হলেন মুসলিম যুবক।৩৩ বছরের ওই যুবকের নাম দিওয়ান শরিফ রহিমসাহাব মুল্লা। আগামী ২৬ ফেব্রুয়ারি তিনি এই দায়িত্ব নেবেন বলে মঠ কর্তৃপক্ষ জানিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, কয়েক বছর আগে উত্তর কর্নাটকের গাদগ জেলায় অসুতি গ্রামে মঠ তৈরির জন্য ২ একর জমি দান করেছিলেন ওই যুবকের বাবা। মঠের তৎকালীন প্রধান পুরোহিত মুরুগারাজেন্দ্র কোরনেশ্বর শিবযোগীর কথায় অনুপ্রাণিত হয়ে এই জমি দিয়েছিলেন তিনি। পরে ওই অসুতি মঠের পুরোহিতের দায়িত্ব নেন রহিমসাহাব মুল্লা।
তার পর থেকে তিনিই সেখানকার দায়িত্ব সামলাচ্ছেন ।এই প্রসঙ্গে তাঁর যুক্তি, আগে পাশের গ্রামে আমার একটি চালকল ছিল। তা থেকে যা রোজগার হত তা দিয়ে সংসার চালাতাম। একদিন আমার মনে হয়, ভগবান আমাকে অসুতি মঠের পুরোহিতের দায়িত্ব নিতে বলছেন। তার পরই আমি এই দায়িত্ব নিই। এখন আবার আরও বড়ো দায়িত্ব দেওয়া হচ্ছে মঠ কর্তৃপক্ষের তরফে।
মুসলিম সম্প্রদায়ের একজনকে প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হল কেন? ওই মঠের প্রধান পুরোহিত শিবযোগী বলেন, আমরা ধর্ম ও জাতিভেদ মানি না। সব সম্প্রদায়ের ভক্তদের কাছে টেনে নিই। একজন পরিবারভুক্ত মানুষই শুধুমাত্র সামাজিক ও আত্মিক কাজে নিপুণ হতে পারেন, সেই কারণেই মুল্লাকে মঠের প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.