পুলওয়ামায় এনকাউন্টারে নিহত ৩ জঙ্গি

0
4

পুলওয়ামায় সেনা অভিযানে মৃত ৩ জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে, অভিযানে যান জওয়ানরা। তাঁদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এনকাউন্টারে নিহত হয় ৩ হিজবুল মুজাহিদিন জঙ্গি। তাঁদের মধ্যে একজন হিজবুলের কম্যান্ডার।

ত্রালের শেরাবাদে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পান সেনারা। পুলিশের সঙ্গে যৌথভাবে সেখানে অভিযানে যান তাঁরা। সেনা এবং পুলিশবাহিনীকে দেখতে পেয়ে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। এনকাউন্টার করে সেনাবাহিনী। ঘটনাস্থলেই ৩ জঙ্গি নিহত হয়। নিহতরা হিজবুল মুজাহিদিনের সদস্য বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ওই ৩ জঙ্গিই স্থানীয় বাসিন্দা। তাদের নাম জেহাঙ্গীর ওয়ানি, রাজা মকবুল ও সাদাত। ওয়ানি ও মকবুলের বাড়ি ত্রালে। সাদাতের বাড়ি অনন্তনাগের বীজবেহরায়। অভিযান চালিয়ে জঙ্গিঘাঁটি থেকে বিস্ফোরক উদ্ধার ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

পুলওয়ামায় এনকাউন্টারের পরেই থমথমে পরিবেশ এলাকায়। মোতায়েন করা হয়েছে সেনা। গোটা এলাকা ঘিরে রেখেছে তারা। এলাকায় আরও কোনও জঙ্গি লুকিয়ে আছে কি না তা দেখতে জোরদার তল্লাশি চালাচ্ছে সেনা ও পুলিশ।

আরও পড়ুন-পেটিএম লিঙ্ক করাতে গিয়ে অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ টাকা উধাও