‘কনকচাঁপা’-র চাপা কান্না মঞ্চে উপস্থাপনা গড়িয়া পিপলস্ থিয়েটারের

0
6

যুগ বদলেছে। কিন্তু প্রথা ভেঙে মেয়েদের এগিয়ে যাওয়ার প্রচেষ্টা কি সাফল্য পেয়েছে? নিজের চাওয়া-পাওয়া, সুখ-স্বাচ্ছন্দ্য নিয়ে ভাবতে পারে কি তারা? রবীন্দ্রনাথ ঠাকুরের যুগের মেয়েদের অবস্থানে এক বিধবা তরুণীর ভালো লাগা নিয়ে কেউ ভাবত না। কঠোর অনুশাসনে বেঁধে তার মনের খবর রাখার লোক ছিল না। কিন্তু তারও তো ভালবাসার অধিকার আছে। যেমন আছে সদ্য যৌবনপ্রাপ্ত তরুণীর। কিন্তু সমাজের পাঁকে-চক্রে সেও বন্দি এক গণ্ডীতে। এই পরিস্থিতি আজও সমান প্রাসঙ্গিক। এই বিষয়বস্তুতে সামনে রেখেই শিঞ্জিনী এন্টারটেনমেন্ট হাউজের উদ্যোগে গড়িয়া পিপলস্ থিয়েটারের নাটক ‘কনকচাঁপা’। পরিচালনায় রঞ্জন দত্ত। সহকারী পরিচালক দেবযানী সিংহ। অভিনেত্রী দেবযানী অবশ্য এই নাটকে অভিনয় করেননি। অন্যান্য ভূমিকায় রয়েছেন দেবলীনা সিংহ, অভীক চট্টোপাধ্যায়, অনির্বাণ সেনগুপ্ত, ঋত্বিক পুরকাইত প্রমূখ। নাটকে গানের ভূমিকা খুবই গুরত্বপূর্ণ। ইমন চক্রবর্তী, জয়তী চক্রবর্তী রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে রয়েছে রবীন্দ্রনাথের গান। ‘কনকচাঁপা’ মঞ্চস্থ হবে ২৩ ফেব্রুয়ারি, রবিবার, সন্ধেয় ৭টায় তপন থিয়েটারে।