অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়ালেন অমর্ত্য সেন। দিল্লিতে বিজেপিকে তৃতীয়বার ধরাশায়ী করে আপের জয়ের মধ্যে নোবেলজয়ী আসলে উন্নয়নের ছোঁয়াই দেখছেন। তাঁর স্পষ্ট কথা, কেজরিওয়ালের জয়ে খুশি হওয়ার যথেষ্ট কারণ আছে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ক্ষেত্রে উন্নয়নে তিনি মোটেই বিভাজনের রাজনীতি করেননি। আর সেটাই সবচেয়ে আশার। দেশের পক্ষে ভালো দিক। নরেন্দ্র মোদির জয়ের পিছনে ছিল টাকা। কিন্তু রাজ্যগুলির ভোটে তা কাজে আসছে না।
কলকাতায় এশিয়াটিক সোসাইটিতে প্রতীচী ট্রাস্টের অনুষ্ঠানে তিনি বলেন, দেশের মানুষ মন খুলে কথা বলতে পারছেন না। কিছু যুক্তি দিয়ে বলতে গেলেই আসছে রাজনৈতিক চাপ। এমনকী বাইরের মানুষ যদি কোনও কিছুতে বিরোধিতা করেন, তাহলে তাঁকে বিমান ধরে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিজেপির মেরুকরণের রাজনীতি নিয়ে ফের উদ্বেগ আর অসহনীয়তার প্রশ্নকেই সামনে আনলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। দেশের মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা চলছে মেনে নিয়েই অমর্ত্য বললেন, হিন্দু-মুসলিমের মধ্যে বচসা বা মারামারি হোক, বোধহয় একজন মানুষও চান না।






























































































































