যাদবপুরে কলা বিভাগে এগিয়ে থাকলেও প্রতিবন্ধী ছাত্রদের নিয়ে ধর্ণায় SFI, আপাতত বন্ধ গণনা

0
11

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে কলা বিভাগ (আফসু)-এ SFI এগিয়ে থাকলেও এখনও আত্মবিশ্বাসী নয় তারা। এদিন কাউন্টিং শুরু হওয়ার পর কলা বিভাগে SFI লিড করা শুরু করে। কিন্তু বেলা বাড়তেই কিছুটা তাল কাটে তাদের।

আপাতত তারা যে রুমে গণনা চলছে, অৰ্থাৎ ডিন অফ স্টুডেন্ট-এর ঘরের সামনে ধর্ণায় বসেছে। তাদের অভিযোগ,
শারীরিকভাবে প্রতিবন্ধী যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের গতকাল বুধবার ভোটের দিন ভোট দিতে দেওয়া হয়নি। তাদের ভোট দিতে বাধা দেয় ডিএসএফ।

তারই প্রতিবাদে আজ কাউন্টিং-এর সময় ঘরের বাইরে প্রতিবাদে বিক্ষোভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা। যারা এসএফআই সমর্থক বলেই পরিচিত।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, কোনওরকমভাবে কাউন্টিং বন্ধ রাখা সম্ভব নয়, তারা আলোচনার মধ্যে সমস্যা সমাধানের আবেদন জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আন্দোলনকারী ছাত্রছাত্রীরা সেই আর্জিতে সারা না দিয়ে অবস্থানে বসেছে কাউন্টিং হলের বাইরে। আপাতত কাউন্টিং প্রক্রিয়া প্রভাব পড়েছে এই আন্দোলনের ফলে।

আরও পড়ুন-যাদবপুরে ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাত্র সংসদ দখলের পথে DSF, দ্বিতীয়স্থানে SFI-ABVP জোর টক্কর