প্রথমে বিজেপি৷ বিজেপি থেকে কংগ্রেসে৷ এ বার কংগ্রেস থেকে আম আদমি পার্টিতে৷
প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধুকে নিয়ে এমন জল্পনাই তীব্র হয়েছে পঞ্জাব জুড়ে৷ যদিও এখনও আপ বিষয়টি ‘কনফার্ম’ করতে পারেনি৷ আপের পঞ্জাব শাখার সভাপতি তথা সঙ্গুর কেন্দ্রের সাংসদ ভগবৎ মানকে বলেছেন, “উনি খুব সৎ মানুষ। পঞ্জাবকে ভালোবাসেন৷ রাজ্যের জন্য কাজ করতে ইচ্ছুক যে কেউই আমাদের দলে আসতে পারেন।”
প্রসঙ্গত, সিধু ‘পাকিস্তানপন্থী’ কিছু মন্তব্য করায় বিতর্ক হয়েছিলো । পাক সেনাপ্রধানের সঙ্গে আলিঙ্গন করেছেন, পুলওয়ামা হামলার পর ইমরান খানের ভূমিকার প্রশংসাও করেছিলেন। এর জেরে চাপে পড়ে পঞ্জাব কংগ্রেস। শেষে তাঁর মন্ত্রিত্ব কেড়ে নেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তখন থেকেই পিছনে চলে গিয়েছেন সিধু। এখনও বিধায়ক থাকলেও প্রকাশ্যে দেখা যায় না তাঁকে। ২০১৭ সালে পঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগে দলবদল করে কংগ্রেস যোগ দেন প্রাক্তন ক্রিকেটার। এর আগে বিজেপিতে ছিলেন তিনি।































































































































