রাজভবনে বৈঠক রাজ্যপাল-শিক্ষামন্ত্রীর: প্রসঙ্গ শিক্ষা

0
9

ফের রাজভবনে রাজ্যপাল শিক্ষামন্ত্রীর বৈঠক। বৃহস্পতিবার বৈঠক শেষে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি লেখেন, ‘‘এক ঘণ্টার বেশি সময় ধরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অমীমাংসিত সব বিষয় আলোচনায় উঠে এসেছে। যার মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিভিন্ন বিষয়।’’
শিক্ষা মহলের ধারণা রানি রাসমণি বিশ্ববিদ্যালয়, কাজি নজরুল বিশ্ববিদ্যালয় এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আলোচনা হয়েছে। দিনকয়েক আগে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকড়। তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন কেন উপাচার্যকে অপসারণ করা হবে না। শিক্ষা মহলের ধারণা এই বিষয়েও আলোচনা হয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে।

আরও পড়ুন-বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে ফের দুইবঙ্গে বৃষ্টির সম্ভাবনা