মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে আজ, বৃহস্পতিবার ফের একটি স্কুলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পরীক্ষা শুরু হওয়ার আগে হাজরার নিউ হরাইজন হাইস্কুলে পরীক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
পরীক্ষার্থীরা মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে তাঁকে প্রণাম করেন। এরপর মুখ্যমন্ত্রী তাদের অভিভাবকদের সঙ্গেও কথা বলেন। প্রসঙ্গত, গতকাল বুধবার ইংরাজি পরীক্ষার দিন নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের একটি স্কুলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-এবার পরীক্ষা শুরুর আগেই ফাঁস মাধ্যমিকের ভূগোলের প্রশ্নপত্র!






























































































































