বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম ঘিরে উন্মাদনা তুঙ্গে

0
4

বিশ্বের সবথেকে বড় স্টেডিয়াম উদ্বোধন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেদাবাদে নবনির্মিত সর্দার বল্লভ ভাই স্টেডিয়াম তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে। এই স্টেডিয়ামের এরিয়াল ভিউ ছবি পোস্ট করেছে বিসিসিআই। একইসঙ্গে আইসিসি-ও ইনস্টাগ্রামে পোস্ট করেছে বেশ কিছু ছবি।

অস্ট্রেলিয়ায় মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে দর্শকাসন ৯০ হাজার। এতদিন এটাই ছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। কিন্তু নবনির্মিত এই স্টেডিয়াম এবার বড় ক্রিকেট স্টেডিয়ামের মুকুট পড়তে চলেছে। সেই ছবি ঘিরেই উন্মাদনা তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমী মানুষের মনে।

আরও পড়ুন-প্রথম টেস্টে কিউয়ি দলে ফিরলেন পেসার ম্যাট হেনরি, চ্যালেঞ্জ নিতে তৈরি কোহলিরাও