রজঃস্বলা অবস্থায় কোনও মহিলা স্বামীর জন্য রান্না করলে, পরের জন্মে কুকুর হয়ে জন্মাবেন তিনি। সম্প্রতি এমন মন্তব্যই করেছেন গুজরাটের ভুজের স্বামী নারায়ণ মন্দিরের পুরোহিত স্বামী কৃষ্ণস্বরূপ দাসজি।
দিনকয়েক আগে গুজরাটের ভুজের সহজানান্দ গার্লস ইনস্টিটিউটে ৬৮ জন ছাত্রীকে লাইন করে দাঁড় করিয়ে খোলানো হয়েছিল অন্তর্বাস। পরীক্ষা করা হয়েছিল তারা ঋতুমতী কি না। তা নিয়ে শুরু হয় বিতর্ক। তার রেশ কাটতে না কাটতে ফের শিরোনামে গুজরাট। ২০১২ সালে তৈরি হয় সহজানান্দ গার্লস ইনস্টিটিউট। ২০১৪ সালে স্থানান্তরিত হয় শ্রী স্বামী নারায়ণ কন্যা মন্দির চত্বরে। মন্দির কর্তৃপক্ষই এই কলেজের তত্ত্ববধানে রয়েছে।
একটি ভিডিওতে ওই পুরোহিতের বিধান, ঋতুমতী অবস্থায় কোনও মহিলা তাঁর স্বামীর জন্য রান্না করলে পরজন্মে কুকুর হয়ে জন্মাবেন তিনি। শাস্ত্রেই দোহাই দিয়ে তিনি বলেন, ‘‘গুরুরা বলেছিলেন এইসব গোপন তথ্য কাউকে না জানাতে। গত ১০ বছর ধরে এইসব উপদেশ ভক্তদের দিচ্ছি। কারণ আমি না জানালে কেউ বুঝতে পারবেন না। যে যা ইচ্ছে ভাবতে পারেন, তবে শাস্ত্রে এমনটাই লেখা রয়েছে।’’ এমনকী ঋতু চলাকালীন রান্নাঘরে ঢুকতে নেই বলেও মন্তব্য করেন তিনি। পিরিয়ডস চলাকালীন কোনও মহিলা রান্না করলে, সেই রান্না যিনি খাবেন তিনি পরের জন্মে বলদ হয়ে জন্মাবেন বলেও মন্তব্য করেন তিনি। তাই বিয়ের আগে ছেলেদেরও রান্না শিখে রাখার উপদেশ দিয়েছেন পুরোহিত।
পুরোহিতের এই ভিডিও বছর খানেক আগে তোলা। দিনকয়েক আগে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিও সামনে আসতেই নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.































































































































