তাপস পালকে শেষশ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, দেহ শায়িত রবীন্দ্রসদনে

0
6

প্রিয় অভিনেতা, বন্ধু, সহকর্মী, দাদা, ভাই-কে শ্রদ্ধা জানাতে হাজির টলিউড। রবীন্দ্রসদনে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, রাতেই প্রয়াত অভিনেতা তাপস পালের দেহ পৌঁছয় কলকাতায়। বুধবার, সকালেই সেখানে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন টলিগঞ্জের অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, কলাকুশলী ও গুণমুগ্ধ দর্শকরা।

প্রথমে সূচিতে না থাকলেও, শিল্পীদের অনুরোধ বাড়ি থেকে তাপস পালের মরদেহ নিয়ে যাওয়া হয় টেকনিশিয়ান স্টুডিওতে। সেখানেও শ্রদ্ধা জানান কলাকুশলীরা। টেকনিশিয়ান স্টুডিওতে অল্প কিছুক্ষণ রেখে রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হয়। সেখানেই শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন স্ত্রী নন্দিনী পাল ও মেয়ে সোহিনী পালের সঙ্গে। রবীন্দ্র সদনে উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সহ তাপস পালের চলচ্চিত্র জগতের সতীর্থরা। দুপুর ১টা পর্যন্ত রবীন্দ্র সদনে শায়িত থাকবে মরদেহ। কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।

আরও পড়ুন-উহানে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে কাল যাচ্ছে সেনা বিমান