প্রয়াত দক্ষিণী সিনেমা জগতের বর্ষীয়ান অভিনেত্রী কিশোরী বল্লাল

0
6

প্রয়াত দক্ষিণী সিনেমা জগতের বর্ষীয়ান অভিনেত্রী কিশোরী বল্লাল। কর্ণাটকের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। কিশোরী বল্লালের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে।

১৯৬০ সালে প্রথম অভিনয় জগতে পা রাখেন কিশোরী বল্লাল। এরপর প্রায় পাঁচ দশক ধরে ৭৫টির ও বেশি সিনেমায় অভিনয় করেন তিনি। শাহরুখ খানের সঙ্গে “স্বদেশ” ছবিতে অভিনয় করেন কিশোরী বল্লাল। ২০০৪ সালে পরিচালক আশুতোষ গোয়াড়িকরের এই সিনেমায় (Shah Rukh Khan) কিং খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন কিশোরী।

আরও পড়ুন-অভিভাবকদের জন্য ক্যাম্প তৃণমূলের, সঙ্গে সিএএ ও এনআরসি বিরোধী প্রচারও