আবারও দ্বিশত রান সমিতের। শুধু রান করলই না, জেতালো নিজের দল এবং স্কুলকেও।শনিবার কর্ণাটকের অনূর্ধ্ব ১৪ স্কুল ক্রিকেটে মাল্য অদিতি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে বিটিআর শিল্ডের ম্যাচ খেলতে নেমেছিল সমিত দ্রাবিড়। এই ম্যাচে মাত্র ১৪৬ বলে ২০৪ রান করেছে সমিত। তার মধ্যে রয়েছে ৩৩টি বাউন্ডারি। সমিতের স্কুল ৫০ ওভারে তোলে ৩৭৭/৩। জবাবে শ্রী কুমারণ চিলড্রেন্স অ্যাকাডেমি ১১০ রানে অলআউট হয়ে যায়। সমিতের স্কুল জেতে ২৬৭ রানে।
আরও পড়ুন-২০২৩-এর পর একটি ফরম্যাট থেকে অবসর? বিরাটের কথায় বাড়ল জল্পনা






























































































































