উহানে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে কাল যাচ্ছে সেনা বিমান

0
4

ইতিমধ্যেই দুদফায় 640 জন নাগরিককে করোনা-আক্রান্ত উহান থেকে ফিরিয়েছে ভারত সরকার। আগামীকাল ফের উহানে আটকে থাকা বাকি ভারতীয়দের ফেরাতে বিমান পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। সেইসঙ্গে ওষুধ ও চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জামও চিনের উহানে পৌঁছে দেওয়া হবে। এই কাজে ভারতীয় বিমানবাহিনীর বৃহত্তম বিমান সি-17 গ্লোবমাস্টারকে ব্যবহার করা হচ্ছে। চিনের রাষ্ট্রদূত সান ওয়েইডঙ্গ ভারতের সহমর্মিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এই মুহূর্তে উহানে করোনাভাইরাস আক্রান্ত কোনও ভারতীয়র খবর নেই। প্রসঙ্গত, করোনার কেন্দ্রস্থল উহানে পড়াশুনো ও কাজের সূত্রে থাকেন বহু ভারতীয়। এখনও যারা নানা কারণে ফিরতে পারেননি তাদের কাল দেশে ফেরাবে সেনা বিমান। নিয়মমত, এরপর তাদের চোদ্দদিনের বাধ্যতামূলক আইসোলেশনে রাখা হবে।