বাজল শীতের বিদায়-ঘণ্টা

0
5

পাত্তারি গোটাচ্ছে শীত। রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তেমনটাই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় চড়তে শুরু করেছে পারদ। নতুন করে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। বিদায় নিল শীত।
হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বাড়ছে তাপমাত্রা। রাত এবং ভোরের দিকে তাপমাত্রা কিছুটা কম হলেও, সকালের পর বাড়ছে তাপমাত্রা। অন্যদিকে, আগামী কয়েকদিনের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। সোমবার, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ডিগ্রি কম। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে তাপমাত্রা এমনই থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন-মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে তৃণমূল ছাত্র পরিষদ