তাপস পালের মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। টুইটারে শোক প্রকাশ করেছে অভিনেতা থেকে পরিচালক।

অভিনেতা জিৎ টুইটে লেখেন, ‘‘তাপস পালের আকস্মিক মৃত্যু দুঃখজনক। তাঁর পরিবারকে সমবেদনা জানাই।’’
Saddened and shocked to know about sudden demise of Tapas Pal. Condolences to the bereaved family. RIP ?
— Jeet (@jeet30) February 18, 2020

অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘‘একজন সুপারস্টার এবং অসাধারণ সহ-অভিনেতা। যাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ হয়েছে। তাঁর আত্মার শান্তি কামনা করি।’’
The Superstar & a wonderful co-actor with whom I had the opportunity to share screen with. May his soul rest in peace ? https://t.co/Y4T8XBeD4n
— Nusrat (@nusratchirps) February 18, 2020

তাপস পালের উদ্দেশ্যে ঋতুপর্ণা সেনগুপ্তর টুইট, ‘‘একজন বন্ধু, সহকর্মী, সহ অভিনেতা- যিনি বাংলা সিনেমায় বেঁচে থাকবেন। বাংলা সিনে জগতের অপূরণীয় ক্ষতি।’’
You will be missed Tapas Da! https://t.co/gW85jWJjfg
— Rituparna Sengupta (@RituparnaSpeaks) February 18, 2020

টুইট করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি লেখেন, ‘‘তাপস পালের আত্মার শান্তি কামনা করি। ইন্ডাস্ট্রির বড় ক্ষতি।’’
RIP Tapas pal. A huge loss for the industry
— Srabanti (@srabantismile) February 18, 2020

পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় টুইটে লিখেছেন, ‘‘তোমার সঙ্গে কাজ করার প্রতিটা দিন স্মরণীয় হয়ে থাকবে। ভালো থেকো তাপসদা।’’
I cherish every single day that I have worked with you, the Addas, the lunch breaks, such an effortless actor. Bhalo theko Tapasda!
— Agnidev Chatterjee (@TheAgnidev) February 18, 2020