সন্ধের বিমানে শহরে আসতে পারে তাপস পালের মরদেহ

0
5

মঙ্গলবার সন্ধের বিমানে প্রয়াত তাপস পালের মরদেহ মুম্বাই থেকে কলকাতা আনার চেষ্টা চলছে। তাপসের মেয়ে সোহিনী ব্যবস্থা করছেন। স্ত্রী নন্দিনী স্বামীর মরদেহের পাশেই রয়েছেন। ভেঙে পড়েছেন তিনি। চেষ্টা চলছে আজ দেহ কলকাতায় এনে কাল বুধবার শেষকৃত্যের।