আইনমত রোজ ভ্যালি মামলায় এখন তাপস পালের বিরুদ্ধে প্রক্রিয়া বাতিল হয়ে যাবে। মামলা সবার বিরুদ্ধে চলবে। শুধু সদ্যপ্রয়াত তাপসের বিরুদ্ধে প্রসিডিংস “ড্রপড” হবে। আইনজীবী অয়ন চক্রবর্তী বলেন,”সিভিল ম্যাটারে কারুর মৃত্যু হলে উত্তরাধিকারীকে জড়ানো যেতে পারে। ক্রিমিনাল ম্যাটারে এটা হবে না। নিয়মমত তাপসবাবুর পরিবারের তরফে আদালতে মৃত্যুসংবাদ ও ডেথ সার্টিফিকেটসহ পিটিশন জমা পড়বে। কোর্ট পুলিশ রিপোর্ট চাইবে। সেটি এলে প্রসিডিংস ড্রপড্ হবে।”
আরও পড়ুন-১২ এপ্রিল কলকাতায় পুরভোট?






























































































































