মাতৃ-হন্তা ছেলে!

0
6

দাবি মতো টাকা না পেয়ে মায়ের বুকে ঘুষি। আর তার জেরেই মৃত্যু হল প্রৌঢ়ার। ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক এলাকায়। পরিবার সূত্রে খবর, মৌমিতা দত্ত নামে ওই প্রৌঢ়া লোকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। অভিযোগ, টাকা নিয়ে ছেলে রাকেশের সঙ্গে প্রায়ই গোলমাল হত তাঁর। প্রতিবেশীদের অভিযোগ, সারাক্ষণই মায়ের থেকে বিভিন্ন দাবি করতেন তিনি। কিন্তু সামান্য আয়ে সেই সব দাবি পূরণ করতে পারতেন না তিনি।

মৃতার আত্মীয়ার অভিযোগ, মৌমিতাকে প্রায়ই মারধর করতেন ছেলে। এই নিয়ে তাঁরা প্রতিবাদ করতে গেলে, তাঁদের থামিয়ে দিতেন প্রৌঢ়া। পুলিশ সূত্রে খবর, টাকা চাওয়া নিয়েও মায়ের সঙ্গে এদিন বচসা বাধে রাকেশের। সেই সময়ই মৌমিতার বুকে ঘুষি মারেন ছেলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রৌঢ়ার। নিজেই এই কথা জামাইবাবুকে ফোন জানান রাকেশ। এরপরেই অভিযুক্ত রাকেশ দত্তকে গ্রেফতার করেছে রিজেন্ট থানার পুলিশ।

আরও পড়ুন-১২ এপ্রিল কলকাতায় পুরভোট?