কড়া নিরাপত্তার ঘেরাটোপেও এড়ানো গেল না, প্রশ্নপত্র প্রকাশ্যে আসার ঘটনা। মঙ্গলবার, শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে প্রথম ভাষা বাংলার প্রশ্নপত্র। প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে ধোঁয়াশা থাকলেও, পরীক্ষা শেষের পরে দেখা যায় প্রকাশ্যে আসা প্রশ্নপত্রেই হাতে পেয়েছিলেন পরীক্ষার্থীরা।
২০১৯ সালে ৭টি বিষয়ের পরীক্ষার মধ্যে ৬টি বিষয়ে পরীক্ষা চলাকালীন প্রকাশ্যে আসে প্রশ্নপত্র। তা রুখতে এবছর নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করে মধ্যশিক্ষা পর্ষদ। গত বছর যেসব জেলায় ইন্টারনেটের মাধ্যমে প্রশ্ন বাইরে গিয়েছিল, সেখানে এবছর পরীক্ষা শুরুর সময় থেকেই ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পর্ষদ। মুর্শিদাবাদ, মালদহ, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, বীরভূম, পশ্চিম বর্ধমানের ৪২ টি ব্লকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তাতেও এড়ানো গেল না প্রশ্নপত্র প্রকাশ। এদিন পরীক্ষা শুরুর ১ ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়ায় প্রশ্নপত্রের ছবি। এখন বিশ্ব বাংলা সংবাদের পক্ষ থেকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোনও ব্যাখ্যা দিতে চাননি।