কড়া নিরাপত্তা ব্যবস্থায় শুরু মাধ্যমিক

0
3

শুরু চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা। বেলা ১২টা পরীক্ষায় শুরু হয়ে চলবে দুপুর ৩টে পর্যন্ত। প্রশ্ন ফাঁস রুখতে কড়া পদক্ষেপ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষাচালীন একাধিক জায়গায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। গত বারের তুলনায় এ বার পরীক্ষার্থী কমেছে ৩৩ হাজারের কিছু বেশি।

গত বছর ৬টি পরীক্ষায় সব প্রশ্নপত্র বাইরে বেরিয়ে গিয়েছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে। যেসব জেলায় ইন্টারনেটের মাধ্যমে প্রশ্ন বাইরে গিয়েছিল, সেখানে এবছর পরীক্ষা শুরুর সময় থেকেই ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

মুর্শিদাবাদ, মালদহ, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, বীরভূম সহ কয়েকটি জেলার মোট ৪৩টি ব্লকে ইন্টারনেট বন্ধ থাকবে। এবছর মেয়ে পরীক্ষার্থী বেড়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮। ছাত্র ৪ লক্ষ ৩৯ হাজার ৮৭৯ জন। ছাত্রী ৫,৭৬,০০৯ জন। পরীক্ষার হলে মোবাইল নিয়ে ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর সব পরীক্ষাই বাতিল হয়ে যাবে বলে জানিয়েছে পর্ষদ। পরীক্ষার্থীদের মোবাইল, স্মার্ট ঘড়ি, বৈদ্যুতিন গ্যাজেট এবং বইয়ের ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষকরাও পরীক্ষার হলে স্মার্ট ঘড়ি এবং মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।