হাত বাড়ালেই বন্ধু! দুই মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য পুলিশের এই ভূমিকা কুর্ণিশের যোগ্য

0
4

ফের মানবিক কলকাতা পুলিশ। মঙ্গলবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আর মাধ্যমিক পরীক্ষার্থী তুফান হালদারকে সাহায্য করলো গড়ফা থানা। গড়ফার আর্য বিদ্যাপীঠে পরীক্ষার সিট পড়েছিল তুফানের।

ভুলবশত সে এডিমট কার্ড-সহ বেশ কিছু নথি বাড়িতে ফেলে আসে। তৎক্ষণাৎ তাকে বাড়ি নিয়ে গিয়ে ডকুমেন্টস নিয়ে পরীক্ষা কেন্দ্রে সময় মতো পৌঁছে দেয় গড়ফা থানার পুলিশ।

এদিকে, এক মাধ্যমিক পরীক্ষার্থী ঘরছাড়া হয়ে স্কুল কর্তৃপক্ষের শরণাপন্ন হপয়েছিল। স্কুল কর্তৃপক্ষের প্রচেষ্টায় সেই পরীক্ষার্থীকে রামকৃষ্ণ সঙ্ঘে রেখে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সিঁথি থানার পুলিশ সেই পরীক্ষার্থীকে তার পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।

আরও পড়ুন-দুর্ঘটনার কবলে মাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা