জেলবন্দি থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিল, তাপস পালের মৃত্যুতে বিবৃতি অধীর চৌধুরীর

0
4

তাপস পালের মৃত্যু শোক বার্তা কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর। নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, “খুব দুঃখ পেলাম তাপস পালের মৃত্যুর খবর শুনে। লোকসভার সাংসদ, দেখা হত, কথা হত। জেলবন্দি থেকে বেচারা মানসিকভাবে ভেঙে পড়েছিল। সঙ্গী-সাথীরা এড়িয়ে চলতো বলে খুব কষ্ট পেত। অনেক ওষুধ খেত, হতাশা তার জীবনকে আচ্ছন্ন করেছিল।
তাপস পালের পরিবারের প্রতি আমার সমবেদনা ও তার আত্মার শান্তি কামনা করছি”।

আরও পড়ুন-ঘরের ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ চন্দননগর