ফের শহরে গ্রেফতার দুই ভুয়ো পরীক্ষার্থী। আজ, সোমবার
লেকটাউনের পাতিপুকুর তিন নম্বর পল্লীশ্রী এবং বাঙ্গুর বয়েজ স্কুলে কনস্টেবল নিয়োগেট পরীক্ষা চলছিল। সেই সময় দেখা যায় যারা প্রকৃত পরীক্ষার্থী, তারা পরীক্ষা হলে পরীক্ষা দিচ্ছে না। পরিবর্তে অন্য দুই ব্যক্তি পরীক্ষা দিচ্ছে।
সন্দেহ হওয়ায় সমস্ত কাগজপত্র খতিয়ে দেখা হয়। আইডেন্টি কার্ড দেখা হয়। তখন দেখা যায় প্রকৃত পরীক্ষার্থীর সঙ্গে কোনরকম এই ব্যক্তিদের মুখের মিল নেই। এরপর লেকটাউন থানার পুলিশ তাদের দু’জনকে আটক করে।
জিজ্ঞাসাবাদের পরে ভুয়ো দুই পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়। এবং তাদেরকে বিধাননগর আদালতে তোলা হয়।




























































































































