পোলবায় স্কুলের পুলকার দুর্ঘটনার পরে জেলা প্রশাসনের নজরদারির পাশাপাশি সোমবার সকালে স্কুল গাড়ির চালকদের সর্তক করলেন স্কুলের প্রধান শিক্ষক। বাঁশবেড়িয়া খামারপাড়া জাতীয় ক্রীড়া শক্তি সংঘ নিন্ম বুনিয়াদি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ ঘোষাল স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থেকে প্রত্যেক গাড়ি চালকদের গাড়ি আস্তে চালানোর নির্দেশ দেন। প্রতিদিন সকালে গাড়ি বের করার সেটা ঠিক আছে কিস না তাও দেখে নিতে বলেন। প্রধান শিক্ষক জানান, কমপক্ষে ৩০টির মতো গাড়ি স্কুলের পড়ুয়াদের দেওয়া-নেওয়া করে। আগামী দিনে গাড়ির মালিক, চালক ও অভিভাবকদের নিয়ে আলোচনা করা হবে। স্কুল পড়ুয়াদের বিদ্যুৎ ঘোষাল বলেন, “গাড়ি কাকুদের বলবে গাড়ি আস্তে চালাতে”। প্রশাসনের তরফে প্রধান শিক্ষকের এই ভূমিকার প্রশংসা করা হয়েছে।