সিঁথি কাণ্ড: হাইকোর্টে যে আবেদন করলো রাজকুমারের পরিবার-আইনজীবী

0
3

সিঁথি কাণ্ড-এ নয়া মোড়। এবার পুলিশের অতিসক্রিয়তার অভিযোগে এবং বিচাবিভাগীয় তদন্তের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিঁথি থানায় পুলিশ লকআপে মৃতের পরিবার। সোমবার উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে আইনজীবীদের দাবি, মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি, ঘটনার বিচারবিভগীয় তদন্তের আর্জি জানান তাঁরা।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি চোরাই মদ বিক্রির অভিযোগে রাজকুমার সাউ (৫৪) নামে একজনকে আটক করে পুলিশ। জেরার সময়ে পুলিশের লক আপে ওই প্রৌঢ়কে পিটিয়ে মারা হয়েছে বলে প্রৌঢ়ার পরিবারের অভিযোগ।

পরিবারের বক্তব্য, বাড়ি থেকে সুস্থ অবস্থাতেই বেরিয়েছিলেন মানুষটি। থানাতেও ঢুকেছিলেন সুস্থ শরীরে। কিন্তু মৃত অবস্থায় তাঁকে বের করা হয়েছে। এই ঘটনায় সঠিক তদন্ত হোক।