ছাত্রভোটকে কেন্দ্র করে টানটান উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, শান্তিপূর্ণ নির্বাচনের আবেদন উপাচার্যের

0
4

ছাত্র সংসদ ভোটকে কেন্দ্র করে এখন টগবগ করে ফুটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এসএফআই-সহ বাম ও অতিবাম ছাত্র সংগঠনগুলি চিরকালই অতি সক্রিয় যাদবপুরে। তাই সংসদীয় রাজনীতিতে এ রাজ্যের পাশাপাশি গোটা দেশজুড়ে বামেরা যতই ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হোক না কেন, যাদবপুরে কিন্তু নিজেদের দুর্গ অটুট রেখেছে ছাত্রসংগঠনগুলো।

এদিকে এবারের প্রথম ছাত্র সংসদ নির্বাচনে প্রায় সিংহভাগ আসনে প্রার্থী দিয়েছে বিজেপি-আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি। সবমিলিয়ে টানটান উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে।

তাই ছাত্র ভোটকে কেন্দ্র করে জাতীয় বিশ্ববিদ্যালয় চত্বরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সেবিষয়ে সতর্ক কর্তৃপক্ষ।
সকলকে শান্তিপূর্ণ নির্বাচনের আবেদন জানালেন উপাচার্য সুরঞ্জন দাস। আজ, সোমবার চিঠি দিয়ে তিনি এই আবেদন করেন। উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

আরও পড়ুন-রাজভবনে বৈঠকের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর ছবি পোস্ট করলেন রাজ্যপাল