ফের নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসির দিন ঘোষণা

0
3

অবশেষে ফের নির্ভয়াকাণ্ডের ৪ দোষীর ফাঁসির দিন ঘোষণা করল দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট। সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে ৩ মার্চ সকাল ৬টায় তিহার জেলে একসঙ্গে দোষী অক্ষয় সিং ঠাকুর, মুকেশ সিং, বিনয় শর্মা ও পবন গুপ্তাকে ফাঁসিতে ঝোলানো হবে বলে ঘোষণা করেন বিচারক ধর্মেন্দ্র রানা। পবন ছাড়া বাকিদের কাছে প্রাণদণ্ড থেকে বাঁচার আর কোনও রাস্তা খোলা নেই। পবন গুপ্তা কোনও আইনি পদক্ষেপ বা প্রাণভিক্ষার আর্জি করবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল। এই পরিস্থিতি ১৪দিন সময় দিয়েই ৩ তারিখ ফাঁসির দিন ধার্য হয়েছে। তবে, ফের কোনও আইনি প্যাঁচে দোষীরা প্রাণদণ্ড পিছনোর চেষ্টা করে কি না সেটাই দেখার।

আরও পড়ুন-ছাড়হীন আয়কর চালুই সরকারের লক্ষ্য, জানালেন সীতারমন