আলিপুর চিড়িয়াখানায় ফের নতুন অতিথি, নজর কাড়ছে ভালোবাসার দিনে জন্ম নেওয়া ভ্যালেন্টিনা

0
2

আলিপুর চিড়িয়াখানায় ফের নতুন অতিথি। এবার শহরে এল রিংটা লেমুর জোড়া বাচ্চা এবং আরেকটি জেব্রার শাবক আলো করছে চিড়িয়াখানা। রিংটা লেমুর শাবক দুটি ভাইজক zoo থেকে নিয়ে আসা হয়েছিল। চলতি মাসের প্রথম দিনই জন্ম নেয় তারা। এখন খুব ছোট বলে দর্শকদের সামনে আনা হচ্ছেনা।

একইসঙ্গে গতি ১৪ ফেব্রুয়ারি অন্ত্রা বলে একটি জেব্রা শাবকের জন্ম হয়েছে। এই নিয়ে আলিপুর চিড়িয়াখানায় জেব্রার সংখ্যা মোট ৭। যার মধ্যে দুটি পুরুষ এবং ৫টি মহিলা।

এদিকে, ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন্স ডে-এর দিনে জন্ম নেওয়ার জন্য জেব্রা শাবকটির নাম দেওয়া হয়েছে ভেলেন্টিনা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে সব বাচ্চাগুলি সুস্থ আছে।

আরও পড়ুন-ফুটপাতের চা খেতে খসবে তিন লাখ!