মহারাষ্ট্রে এবার একাই লড়বে বিজেপি, জানালেন নাড্ডা

0
7

শিবসেনার সঙ্গে সম্পর্ক শেষ। তাই পরের নির্বাচনগুলিতে মহারাষ্ট্রে একক শক্তিতে লড়াই করবে বিজেপি। জানালেন দলের সভাপতি জেপি নাড্ডা। শিবসেনাকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, মানুষের ইচ্ছাকে মর্যাদা না দিয়ে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করে ক্ষমতা ভোগ করতে অনৈতিক জোট হয়েছে। বিজেপিতে নেপোটিজমের স্থান নেই। আগামীদিন মহারাষ্ট্রে আমরা একক শক্তিতে লড়াই করেই নিজেদের প্রতিষ্ঠা করব।