বেলেঘাটায় মায়ের হাতে খুন দুধের শিশু, পিতৃ পরিচয় জানতে ডিএনএ টেস্টের অনুমতি আদালতের

0
4

ফের শিরোনামে বেলেঘাটায় মায়ের হাতে শিশু খুনের ঘটনা। তোলপাড় হয় শহর কলকাতা। সেই ঘটনায় এবার ডিএনএ টেস্টের অনুমতি দিল শিয়ালদহ আদালত। বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, নাকি মানসিক অবসাদেই নিজের দুধের সন্তানকে খুন? নিহত শিশুর বাবাই বা কে? মূল অভিযুক্ত সন্ধ্যা জৈনের স্বামী সুদর্শন জৈন নাকি তাঁর হরিয়ানার প্রেমিক? এবার “দুধ কা দুধ পানি কা পানি” করতেই নিহত শিশুর পিতৃপরিচয় জানতে চায় আদালত।

আর সেই কারণেই ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদহ কোর্ট। জানা গিয়েছে, সন্ধ্যা জৈন ও সুদর্শন জৈনের ডিএনএ টেস্ট করা হবে। এর আগে তদন্তের দিশা খুঁজতে কলকাতা পুলিশ ডিএনএ টেস্টের অনুমতি চেয়ে আদলতের দ্বারস্থ হয়। এদিন সেই আবেদনই মঞ্জুর করল আদালত।

জানা গিয়েছে, শিয়ালদহের এনআরএস হাসপাতালে সন্ধ্যা জৈন ও সুদর্শন জৈনের রক্তের নমুনা নেওয়া হবে। ডিএনএ টেস্টের রিপোর্ট সামনে এলে শিশু খুনের প্রকৃত কারণ অনেকটাই খোলসা হবে বলে মনে করছে পুলিশ। এবং তদন্ত কেউ সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া যাবে বলেই মনে করছেন গোয়েন্দারা।