কাকে বৌমা করতে চেয়েছিলেন ইন্দিরা, জানেন ?

0
4

নেহরু-গান্ধী পরিবার দেশের মধ্যে অন্যতম বড় রাজনৈতিক পরিবার। বরাবরই কাপুর পরিবারের সঙ্গে সুসম্পর্ক তাঁদের। সেই সুসম্পর্কে আরও জোরদার করতে চেয়েছিলেন দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সোনিয়া নয় , বৌমা হিসেবে তাঁর প্রথম পছন্দ ছিল কাপুর পরিবারের মেয়েকে। সাংবাদিক রশিদ কিদওয়াই তাঁর ‘লিডার অ্যাক্টর: বলিউড স্টার পাওয়ার ইন ইডিয়ান পলিটিক্স’ বইতে সামনে এনেছেন এমনই কিছু অজানা কাহিনী।
বইতে তিনি লিখেছেন, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে পৃথ্বীরাজ কাপুরের ভালো বন্ধুত্ব ছিল। ইন্দিরা গান্ধীর সময়েও সেই সুসম্পর্কে কোনও ছেদ পড়েনি। এই বন্ধুত্বকেই আরও একধাপ এগিয়ে গাঁটছড়ায় বাঁধতে চেয়েছিলেন ইন্দিরা। নিশ্চয়ই ভাবছেন কীভাবে ? আসলে ছেলে রাজীবের সঙ্গে রাজ কাপুরের বড় মেয়ে ঋতুর বিয়ে দিতে চেয়েছিলেন তিনি। এদিকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রাজীব গান্ধীর সঙ্গে পরিচয় হয়, সোনিয়া মায়ানোর। গড়ে ওঠে সম্পর্ক। মায়ের ইচ্ছা থাকলেও কাপুর পরিবারের মেয়ে নয়, ১৯৬৮ সালে সোনিয়াকে বিয়ে করেন রাজীব গান্ধী।