কাল, সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী -রাজ্যপাল বৈঠকের প্রবল সম্ভাবনা। রাজভবন সূত্রে খবর বৈঠকের সম্ভাবনা জানা গেলেও জানা যায়নি ঠিক ক’টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে আসবেন। নবান্ন থেকেও এ নিয়ে নিশ্চয়তা মেলেনি। সম্প্রতি রাজ্যপালের সঙ্গে রাজ্যের লড়াই আরও বেড়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাজ্যপালকে আমন্ত্রণ না জানানোয়, উপাচার্যকে বরখাস্তের হুমকি দিয়ে রাজভবন থেকে চিঠিও পাঠানো হয়। এর মাঝে এই সম্ভাব্য বৈঠক নিয়ে জোর আলোচনা রাজনৈতিক মহলে।





























































































































