বিরোধী ঐক্য দেখানোর মহড়া নয়, বরং আমজনতার জন্য নেওয়া প্রকল্পে যাদের ধারাবাহিক কাজের সুবাদে এসেছে আম আদমি পার্টির বিরাট জয়, তাঁদের স্বীকৃতি জানানোই লক্ষ্য। আর এভাবেই ‘দিল্লি কে নির্মাতা’ আওয়াজ তুলে সাফাইকর্মী, অটো ও বাইক-অ্যাম্বুলেন্স ড্রাইভার, মহল্লা ক্লিনিকের চিকিৎসক, রাত্রি আবাসের কেয়ারটেকার, বাস মার্শাল, মেট্রো পাইলট, নির্মাণকর্মী, সরকারি স্কুলশিক্ষক সহ দিল্লির উন্নয়নযজ্ঞের অংশীদারদেই মঞ্চে তুলে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল। রাজনীতির চেয়েও প্রশাসনিক কাজ আর উন্নয়নই যে এখন তাঁর অগ্রাধিকার, বুঝিয়ে দিয়েছেন কেজরি। নিজের শপথ অনুষ্ঠানকে বিরোধীদের প্রচারমঞ্চ করার চেষ্টা তাই এড়িয়ে গিয়েছেন। সেজন্য তথাকথিত রাজনৈতিক বন্ধুদের নিজের শপথে আমন্ত্রণও জানাননি। দেশের প্রশাসনিক প্রধান নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালেও তিনি থাকবেন বারাণসীর পূর্বনির্ধারিত কর্মসূচিতে। দিল্লিকেন্দ্রিক শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত দিল্লির সাংসদ, বিধায়ক ও পুর প্রতিনিধিরা। রামলীলা ময়দানে আমজনতার মাঝে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল। কেজরির সঙ্গেই শপথ নেবেন আগের মন্ত্রিসভার ছয় সদস্যও।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.