নানা মহল থেকে বিভিন্নভাবে চাপ তৈরির চেষ্টা হলেও সেইসব চাপের মুখে সিদ্ধান্ত বদলাবে না সরকার। জম্মু-কাশ্মীরে 370 ধারা বিলোপ বা সিএএ-র সিদ্ধান্ত পরিবর্তনের প্রশ্নই নেই। এই সরকার কোনও নড়বড়ে বা সিদ্ধান্তহীনতায় ভোগা সরকার নয় যে ইচ্ছেমত চাপ দিয়ে সিদ্ধান্ত বদল করানো যাবে। 370 ধারা বিলোপ বা নাগরিকত্ব আইন জাতীয় স্বার্থে করা হয়েছে, তা থেকে সরে আসার প্রশ্নই নেই। রবিবার নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে দাঁড়িয়ে দেশের সামনে নিজের সরকারের অবস্থান আরেকবার স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বোঝালেন, বড় সিদ্ধান্ত নেওয়ার সময় দোদুল্যমানতায় ভোগে না তাঁর সরকার। তাই চাপ দিয়ে সিদ্ধান্ত বদলও করানো যাবে না।
মোদি বলেন, দেশের স্বার্থই সবার আগে। এই সরকার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় সিদ্ধান্ত গ্রহণের সময়। তাই তা থেকে সরে আসার প্রশ্ন নেই। মোদির কথায়, যে কাজগুলো বহু বছর আগে করার কথা ছিল তা এখন করতে হচ্ছে। বর্তমান সরকার দৃঢ়তার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছে। ফলে চাপ দিয়ে লাভ নেই।






























































































































