প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে রাজ্যসভায় পাঠানোর দাবি উঠেছে কংগ্রেসে। দলের একাংশের মতে, প্রিয়াঙ্কাকে রাজ্যসভায় পাঠালে বিজেপিকে আক্রমণ আরও চড়া সুরে করা যাবে। দলের অন্য নেতারাও উজ্জীবিত হবেন। সামগ্রিকভাবে সংসদের উচ্চকক্ষে কংগ্রেস বেঞ্চ আরও শক্তিশালী হবে। উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এখন দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে দাদা রাহুল গান্ধীর চেয়েও বেশি সক্রিয় দেখা যায় তাঁকে। এবার তিনি রাজ্যসভার সাংসদ হলে নিশ্চিতভাবেই তা হবে বড় চমক। প্রসঙ্গত, মাসখানেকের মধ্যে রাজ্যসভার অনেকগুলি আসন খালি হচ্ছে। প্রিয়াঙ্কাকে জেতানোর অসুবিধাও নেই কংগ্রেসের।






























































































































