অরবিন্দ কেজরিওয়াল শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কিন্তু রবিবার শপথ অনুষ্ঠান এড়িয়ে মোদি গেলেন তাঁর সংসদীয় এলাকা বারাণসীতে।
রবিবার বারণসীতে পুজো দেন প্রধানমন্ত্রী। ভিডিও লিঙ্কের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদি মহাকাল এক্সপ্রেসের সূচনা করেন। রেলের তরফে জানানো হয়েছে, এই বেসরকারি ট্রেনটি তিনটি তীর্থস্থান বারাণসী, উজ্জয়নী এবং ওমকেশ্বরকে সংযুক্ত করবে। পিএমও দফতর সূত্রে জানানো হয়েছে, এদিন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ)-তে একটি ৪৩০-বেডের সুপার স্পেশালিটি সরকারি হাসপাতালের সূচনা করবেন তিনি। পাশাপাশি, সেখানেই একটি পৃথক ৭৪-বেডের মনোরোগ হাসপাতালের উদ্বোধনও করবেন।
এরই পাশাপাশি, দীনদয়াল উপাধ্যায়ের ৬৩ ফুট উঁচু মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী।গত এক বছর ধরে প্রায় ২০০ জন শিল্পী মিলে এই বিশাল মূর্তি তৈরি করেছেন।আর কিছুক্ষণের মধ্যে নরেন্দ্র মোদি বারাণসীর জাঙ্গামওয়াদি মঠে ১৯ টি ভাষায় “সিদ্ধার্থ শিখওয়ানি গ্রন্থ”-এর রূপান্তর প্রকাশ করবেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.