নভেল করোনাভাইরাস মানুষের দেহে ছড়াচ্ছে হু হু করে। চিনে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৬৬৯ জন। আক্রান্তের সংখ্যা প্রায় ৫১হাজার। করোনা আতঙ্কে কাঁপছে গোটা চিন। মানুষের সঙ্গে সঙ্গে প্রাণ বাঁচাতে পোষ্যদেরও মাস্ক পরা অবস্থাতে দেখা যাচ্ছে। উদ্দেশ্য, করোনা থেকে মুক্তি।
সূত্রের খবর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানা গিয়েছে, পোষ্যদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ মেলেনি এখনও। যদিও চিনের ন্যাশনাল হেলথ কমিশন সংক্রমণের ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে একমত নয়। তাঁরা জানিয়েছেন, পোষ্যরা যদি করোনাভাইরাসে আক্রান্তের সংস্পর্শে আসে, তাহলে তাদের মধ্যেও সংক্রমণ ছড়াতে পারে।
A cat wearing face mask in #China amid #WuhanCoronavirus outbreak. pic.twitter.com/ZU3H3KTLAw
— W. B. Yeats (@WBYeats1865) February 10, 2020
Spotted near my house today on my dash to the supermarket. (I guess you can never be too careful ?) #coronaviruschina pic.twitter.com/zMkW8xzl2d
— Eunice Yoon (@onlyyoontv) February 9, 2020
EVEN A DOG IS WEARING A FACE MASK DUE TO THE CORONAVIRUS OUTBREAK IN CHINA pic.twitter.com/UEtYa7ICFP
— freezerohedge (@freezerohedge1) February 7, 2020
আরও পড়ুন-স্কুলবাস এবং পুলকারকে বাগে আনতে নতুন নিয়ম ও নির্দেশিকা চালু করবে পরিবহণ দফতর