চিকিৎসাধীন আহত দুই শিশুকে রবিবার এসএসকেএম হাসপাতালে গিয়ে দেখলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এসএসকেএম-এর ট্রমা সেন্টার আহত পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন তিনি। চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিক্ষামন্ত্রী জানান, শিশুদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে।
এরপরই শিক্ষামন্ত্রী জানান, পুলকারের উপরে নাজদারি চালানোর জন্যে স্কুল শিক্ষা সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুলগুলোকে পুলকার-এর উপরে নাজদারি চালানোর অনুরোধ জানিয়েছেন তিনি।
এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, স্কুলগুলোর উপরে দায়িত্ব পড়ে যে তারা পুলকার কী অবস্থায় রয়েছে সেইদিকে যেন নজর রাখে। পাশাপাশি, যাতে প্রত্যেক পুলকারের ড্রাইভার-এর লাইসেন্স-সহ ছবি থাকে এবং তার সমস্ত যাবতীয় নথিপত্র ঠিক আছে কিনা সেটাও স্কুল কর্তপক্ষের কর্তব্য-এর মধ্যে পড়ে।
আসলে শিক্ষামন্ত্রী বোঝাতে চেয়েছেন, নিজেদের এক্তিয়ারের মধ্য থেকে রাজ্য সরকার নিজেদের কাজ করবে। কিন্তু বিভিন্ন স্কুলকেও সচেতন হতে হবে এই বিষয়ে।
এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের সমালোচনা করে বলেন, যেখানে প্রধানমন্ত্রী এনআরসি, এনপিআর লাগু হবেই বলে দাবি জানিয়েছেন। তিনি বলেন, মোদি এমন আচরণ করছেন, যেন তিনিদেশের প্রধানমন্ত্রী নন, মনে হয় তিনি শুধুমাত্র বিজেপি’র প্রধানমন্ত্রী। তাই দেশের মানুষের চিন্তা, তাঁদের আবেগ ও তাঁদের চাহিদার উপরে মোদির নজর নেই বলেও কটাক্ষ করেন পার্থ চট্টোপাধ্যায়।




























































































































