মর্মান্তিক দুর্ঘটনায় হত কাউন্সিলর ও তাঁর ভাই

0
8

রবিবার সন্ধ্যায় হুগলির শিয়াখালা দেশমুখের কাছে দুর্ঘটনায় মৃত্যু হলো বারাসত পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদ্যুৎ ভট্টাচার্য। মারা গিয়েছেন তাঁর ভাইও। তাঁদের বোলেরো গাড়িটিকে পিছন থেকে ট্রেলর ধাক্কা মারে। আরামবাগ থেকে পারিবারিক অনুষ্ঠান সেরে তাঁরা বারাসত ফিরছিলেন। বছর ৫১-র কাউন্সিলর প্রদ্যুৎ ভট্টাচার্য ও তাঁর ভাই প্রণব চণ্ডীতলার হাসপাতালে মারা যান। প্রদ্যুৎবাবুর স্ত্রী ও কন্যা বর্তমান। দুর্ঘটনায় আহত আরও দুই।