সকাল থেকে জোরকদমে চলছে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের তৃতীয়বার মুখ্যমন্ত্রীর আসনে বসার এবং শপথ নেওয়ার তোড়জোড়। সেজে উঠেছে দিল্লির রামলীলা ময়দান। ইতিমধ্যে বহু মানুষ জড়ো হয়েছে সেখানে। সেখানে উপস্থিত থাকবে ‘মিনি মাফলার ম্যান’। সেই ময়দানে বিভিন্ন ব্যানারের মাঝেই একটি ব্যানার চোখে পড়ার মতো। ব্যানারটির এক পাশে রয়েছে অনিল কাপুরের ছবি, সেখানে লেখা ‘নায়ক’ অর্থাৎ অনিল কাপুরের ২০০১ সালে-এর একটি সিনেমা। ব্যানারটির অন্য পাশে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের ছবি, এবং সেই ছবি ঠিক তলায় লেখা ‘নায়ক ২’। সেই ব্যানারটির মাঝে লেখা রয়েছে ‘Nayak 2 is Back again’.
































































































































