তৃতীয়বারের জন্য শপথ নিয়ে কেজরিওয়াল বললেন, আজ আপনাদের ঘরের ছেলে মুখ্যমন্ত্রী হয়ে গেল। দিল্লির মানুষ আমার পরিবার।
বলতে ভুললেন না, শপথ অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করেছিলেন। তিনি তাঁর সংসদীয় এলাকায় কাজের কারণে আটকে গিয়েছেন। কিন্তু ওই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীর ঘোষণা, আমি কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চাই। উন্নয়ন করব, তারজন্য রাজনীতি কিসের? দিল্লি আজ সারা দেশের কাছে আলোচনার বিষয়। কেজরিওয়াল যেমন প্রধানমন্ত্রীর না আসা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, তেমনি উন্নয়নের প্রশ্নে তিনি রাজনীতিতে রাজি নন, রঙ দেখতে রাজি নন।































































































































