ট্রাম্পের তিন ঘণ্টার গুজরাট সফরের খরচ ১০০ কোটি!

0
7

২৪ ফেব্রুয়ারি মাত্র তিন ঘণ্টার ঝটিতি সফরে গুজরাটের আহমদাবাদে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই তিন ঘণ্টার সফরের জন্য গুজরাট সরকার ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাটে ট্রাম্পের জন্য আতিথেয়তার বহর দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ! মুখ্যমন্ত্রী বিজয় রূপাণি বলছেন, টাকার কোনও অভাব হবে না। আহমদাবাদ পুরসভাও তাই রাজসূয় যজ্ঞে নেমে পড়েছে। সভাস্থল মোতেরা স্টেডিয়াম আর ট্রাম্পের আসা যাওয়ার পথকে পুষ্পসজ্জিত করতেই কয়েক কোটি খরচ। এর উপর ১৭ টি রাস্তার খোলনলচে বদলে নিখুঁত, ঝকঝকে করা হচ্ছে। সৌন্দর্যায়নে খামতি রাখছে না রাজ্য সরকার। হাজার হাজার গাছের চারা আসছে, আলো, রঙের প্রলেপে এখন সুসজ্জিত অত্যাধুনিক নগরী আহমদাবাদ। রাস্তার ঝুপড়ি যাতে ট্রাম্পের দৃশ্যদূষণ না ঘটায় সেজন্য পাঁচিল বানাচ্ছে পুরসভা।

আরও পড়ুন-জাতীয় দল হতে এবার ‘দেশ–নির্মাণ’ প্রচারে নামছে কেজরি’র আপ